ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এলএসডি কর্তৃক সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ মে) জগন্নাথপুর উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এর উদ্বোধন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর ও সাংবাদিক শংকর রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আবদুল হান্নান কামাল। বক্তব্য রাখেন- ব্যবসায়ী শুশান্ত কুমার রায়, উপজেলা খাদ্য গোদাম অফিসের এমএলএসএস নিরেন্দ্র বিশ^াস, কৃষক মুক্তার আলী, আবদুল ওয়াহিদ, রফিকুল ইসলাম, আলী আকবর ও জয়নাল আবেদীন প্রমূখ। এবার জনপ্রতি কৃষকদের কাছ থেকে ৪০০ কেজি করে ধান ক্রয় করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech