জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এলএসডি কর্তৃক সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ মে) জগন্নাথপুর উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এর উদ্বোধন করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর ও সাংবাদিক শংকর রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আবদুল হান্নান কামাল। বক্তব্য রাখেন- ব্যবসায়ী শুশান্ত কুমার রায়, উপজেলা খাদ্য গোদাম অফিসের এমএলএসএস নিরেন্দ্র বিশ^াস, কৃষক মুক্তার আলী, আবদুল ওয়াহিদ, রফিকুল ইসলাম, আলী আকবর ও জয়নাল আবেদীন প্রমূখ। এবার জনপ্রতি কৃষকদের কাছ থেকে ৪০০ কেজি করে ধান ক্রয় করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর