ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯
রমজানের সিয়াম সাধনার মাধ্যমে সকল ধরনের অপকর্ম থেকে নিজেকে দূরে পবিত্র জীবন গড়ে তুলতে হবে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে আমারা সারা বছর সুন্দর জীবন পরিচালনা করতে পারি সেই ব্যাপারে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে। ব্যাংক অফিসার্স ক্লাব,সিলেট-এর ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের হল রুমে ব্যাংক অফিসার্স ক্লাব. সিলেট-এর উদ্যোগে সোমবার (২৭ মে) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট-এর সভাপতি সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজতবা রুম্মান চৌধুরীর পরিচালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার, বাংলাদেশ ব্যাংক সিলেট-এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত বাংলাদেশ ব্যাংক সিলেট-এর জি এম মকসুদা বেগম, জিএম জীবন কৃষ্ণ রায়, জনতা ব্যাংক-এর জি এম আসাদুজ্জামান, পূবালী ব্যাংকের জিএম বি এম শাহীদুল হক, রুপালী ব্যাংক-এর জিএম জাহাঙ্গীর রহমান, বাংলাদেশ ব্যাংক-এর ডিজিএম হারুনুর রশিদ, ডিজিএম আব্দুল হাছিব, ডি জি এম শামীমা নার্গিস, ডিজিএম দিদারুল ইসলাম, ডিজিএম সৈয়দ আহমেদ, ডিজিএম আমিনূল ইসলাম, ডিজিএম খালেদ আহমদ, ডিজিএম মাহবুবা বেগম, ডা. উম্মে কুলসুম, ইসলামি ব্যাংকের রিজিওনাল হেড মোহাম্মদ সাইদুল্লাহ, ।
ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা পেশ করেন আল আরাফাহ ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান আশরাফি ও বাংলাদেশ ব্যাংক মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাশেম। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech