ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
দক্ষিণ সুরমার লালমাটিয়ার তালতলা এলাকায় মালবাহী রেলের পেছনের বগিটি লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ ৩ঘণ্টা বন্ধ ছিল।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে আখউড়া থেকে ছেড়ে আসা কুশিয়ারা নামক ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সন্ধ্যা ৬টার দিকে রেলের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টার পর তাদের কাজ শেষ হয় এবং রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ইফতারের আগে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে রেলের যাত্রীরা হতাশগ্রস্ত হয়ে পড়েন। তারা দ্রুত ট্রেন থেকে নেমে কেউ রিকশা কেউ বাস বা সিএনজি চালিত অটোরিকশায় চড়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech