ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন থেকে চুরি হওয়া দুটি গরুসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্টে থেকে তাদের আটক করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ ও চুরি হওয়া দুইটি গরু উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যকাফনা এলাকার খুরশেদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া(৩৭), আব্দুল বারেকের ছেলে খুরশেদ মিয়া(৩৭), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বুগলাকারা এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আতাবুর রহমান(২০) ও জামালবাগ এলাকার শমর মিয়ার ছেলে সোহাগ মিয়া(২০)।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছুদিন আগে গৌরারং এলাকার একজন কৃষকের দুটি গরু চুরি হয়ে যায়। পরে এব্যাপারে থানা জিডি করলে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধের মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech