ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটে স্কুলছাত্র আবু হামেদ শহিদুল্লা শাহেদ হত্যা মামলার প্রধান আসামী লিমন আহমদ(১৯) কে গ্রেফতার করেছে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটায় নগরের বাগবাড়ি এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন এসআই (মামলার তদন্ত কর্মকর্তা) মো. আব্দুছ ছাত্তার। তিনি জানান, শাহেদ হত্যার পর লিমন দীর্ঘদিন থেকে পলাতক ছিল। এরআগে এজহারনামীয় ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রধান আসামী লিমনের ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। লিমনকে গ্রেফতার করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে বলেও তিনি জানান।
লিমন আহমদ (১৯) নগরের রাজারগলি এলাকার তাজ উদ্দিনের ছেলে। তার গ্রামের বাড়ী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন।
উলেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রবিবার স্কুলছাত্র শাহেদ আহমদ খুন হয়। এ ঘটনায় তার ভাই মো. জাহেদ সাইফুল্লাহ্ বাদী হয়ে থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। নিহত শাহেদ নগরের চৌকিদেখী রংধনু আবাসিক এলাকার মৃত খালেদ এর ছেলে ও স্থানীয় শাহ্পরান প্রি ক্যাডেট একাডেমীর নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech