সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নাগরিক জোটের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নাগরিক জোটের ইফতার সামগ্রী বিতরণ

নাগরিক জোট সিলেটের উদ্যোগে গরীব ও অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাগরিক জোট সিলেটের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এটিএম জাহাঙ্গীর আলম।

নাগরিক জোট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক শিহাব উদ্দিন সাকিব, প্রচার সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, সদস্য মাহবুবুর রহমান নাহিদ, কামাল হোসেন, ফরহাদ জামাল, শাহিন চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে নাগরিক জোট সিলেটের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম বলেন, আমাদের প্রত্যেকের উচিত সুবিধাবঞ্চিত শিশুদের মূল্যায়ন করা। কারণ তারা সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষ। তাদের বাদ দিয়ে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানসহ যার যার অবস্থান থেকে বঞ্চিতদের সহযোগিতা করলে তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। আমরা আমাদের পক্ষ থেকে অবহেলিত শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতে আমাদের সংগঠন অসহায়দের পক্ষে আরো কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর