ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ কিং ক্যাপে এন্ড রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শিক্ষক আতিকুর রহমান আতিকের সার্বিক সহযোগিতায় এবং প্রচার সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার তালুকদার, সোনালী ব্যাংক দক্ষিণ সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক সুমন ভট্টাচার্য, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ফয়সল খান।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নেহার রঞ্জন তালুকদার, সংস্কৃতিকর্মী শাহ জাহান মিয়া, থানা এস.আই জহিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব বেনু মজুমদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি মনোহর আলী, সাধারণ সম্পাদক শাহানুর মিয়া, সাংগঠনিক সম্পাদক নাড়ু গোপাল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন, রঞ্জিত দাস, সুব্রত বনিক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির উপদেষ্টা সিনিয়র শিক্ষক রফিকুল হক আনর, সহকারী শিক্ষক বিজন আচার্য্য ও শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রমুখ।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সমাজকল্যাণ সম্পাদক মামুনুর রশীদ চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech