ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে শীলং তীর খেলার সময় ৬ জুয়াড়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এসআই রিপন চন্দ্র গোপ, এএসআই মো. মামুন রেজা ও এএসআই মণির হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা আমবাড়ি বাজারে একটি দোকান ঘরের পেছনে অভিযান চালিয়ে শীলং তীর খেলার সাথে সম্পৃক্ত ৬ জুয়াড়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে মো. রিপন মিয়া(১৮), একই গ্রামের মো. আব্দুল ছত্তারের ছেলে রুবেল মিয়া(২৩), বসন্তপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে মো. জাকির হোসেন(৩১), জুগিরগাঁও গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. আনসার উদ্দিন(২২), গোপালপুর গ্রামের তৈয়বুর আলীর ছেলে মো. রহমত আলী(৩৩) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আইনারচর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. সুজন মিয়া(২২)।
আটকদের ডিবি কার্যালয়ে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের মিডিয়া অফিসার এসআই মো. আমিনুল ইসলাম।
এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কাজি মো. মোক্তাদির হোসেন চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech