নগরের বিভিন্ন মোড়ে ‘স্বপ্নফেরি’র ইফতার বিতরণ

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

নগরের বিভিন্ন মোড়ে ‘স্বপ্নফেরি’র ইফতার বিতরণ

অসহায় পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে পথশিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নফেরি পথশিশু কল্যাণ সংস্থা।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে সিলেট নগরের বিভিন্ন মোড়ে স্বপ্নফেরির স্বেচ্ছাসেবী টিম ইফতার বিতরণে অংশ নেয়।

এ সময় প্রায় ৯০ জন পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি।

এ বিষয়ে ‘স্বপ্নফেরি’র প্রচার সম্পাদক জাবের হাসান বলেন, আমরা প্রতিনিয়ত টিভির স্ক্রিনে পথশিশু বা অসহায় মানুষের না খেয়ে মৃত্যু যন্ত্রণার কাতরানি দেখি, দুঃখ পাই, তাদের জন্য সমবেদনা জানাই। কিন্তু আমরা নিজেরা তাদের জন্য সাহায্যের হাত বাড়াতে সক্ষম হই না। স্বপ্নফেরি তাদের থেকে আলাদা। আমরা চাই দেশের অসহায় মানুষগুলো হাসি-খুশিতে জীবন যাপন করুক। আমরা তাদের মুখে যথেষ্ট পরিমাণ হাসি ফুটাতে পারবো না। তবে আমরা ক্ষুদ্র পরিসরে হলেও চেষ্টা করে যাবো।

উল্লেখ্য, ‘স্বপ্নফেরির হাত ধরে পথশিশু যাবে ঘরে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ২০১৮ সালে যাত্রা শুরু করে স্বপ্নফেরি পথশিশু কল্যাণ সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সময়ে পথশিশুদের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ। ঈদের আগে পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের কথাও রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর