আজাদ মিয়া হত্যাকাণ্ড : আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

আজাদ মিয়া হত্যাকাণ্ড : আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ জুন) দুপুরে আলফাত উদ্দিন স্কয়ারে এ মানববন্ধন করে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সদর উপজেলা কমিটি। মানববন্ধনে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক মানুষ উাপস্থিত ছিলেন ।

সদর উপজেলা কমিটির আহ্বায়ক চন্দন রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদনুর আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, একে কুদরত পাশা, মোল্লাপাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আল আমীন, সদস্য সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, নিহত আজাদের ছোট ভাই আফরোজ রায়হান প্রমূখ।

এসময় বক্তাগণ বলেন, ১৪মার্চ রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া। এর তিন দিন পর ১৮মার্চ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। আজাদ মিয়া হত্যাকাণ্ডের ৩মাস পার হলেও মামলায় এজহারভুক্ত মূল আসামিরা এখনও ধরা ছোঁয়ার বাহিরে।

আজাদ মিয়ার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন নিহত আজাদের পরিবার ও বিভিন্ন হাওর আন্দোলনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আজাদ হত্যাকাণ্ডে ১৮মার্চ ৪জনের নাম উল্লেখ্য করে ১২জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন আজাদের বড় ভাই আজিজ মিয়া। পুলিশ ঐদিন এজহারভুক্ত আসামী উকিল আলীকে গ্রেফতার করে। পরে এই ঘটনায় হামলায় জরিত থাকার অভিযোগে শহরের আরফিন নহর এলাকার মাহবুব, শ্রাবনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় এজহারভুক্ত আসামী পাভেল মিয়া ও রিপন মিয়া এখনও পলাতক রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর