ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯
সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. নওরুজ আলী এর মৃত্যৃতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ জুন) হাউজিং এস্টেটস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কর আঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, উপ কর কমিশনার মো.সা-আদ উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সমিতির কোষাধ্যক্ষ মো.হাছনু চৌধুরী, অ্যাডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা, শাবিপ্রবি অধ্যাপক মো. জহিরুল হক সাকিল,বিধু ভূষণ ভট্রাচার্য, মো. কামাল আহমদ, মো.আমিনুল ইসলাম, মো. মোস্তাক আহমদ প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, সাবেক কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মো. নওরুজ আলী ন্যায় নিষ্ঠাবান ও একজন কর্মময় মানুষ ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি সমাজের জন্য যা করেছেন তা মানুষের অন্তরে স্বর্ণাক্ষর লেখা থাকবে। বক্তারা মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইকবাল আহমদ শিমুল ও বক্তব্যের শেষে দোয়া পরিচালনা করেন হাউজিং এস্টেট জামে মসজিদের ইমাম মৌলানা মো.মুহিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech