সিলেটকে উন্নত ও পর্যটন সিটিতে রূপান্তর করা হবে : মেয়র আরিফ

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

সিলেটকে উন্নত ও পর্যটন সিটিতে রূপান্তর করা হবে : মেয়র আরিফ

নগরের বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় সিসিকের উচ্ছেদ অভিযান


ডেস্ক প্রতিবেদন
নগরের বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

রোববার (১৬ জুন) সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ওইসব এলাকার রাস্তায় অবৈধ পার্কিং ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আরিফ বলেছেন, ‘হেলদি সিটি’ ‘স্মার্ট সিটি’ ও পর্যটন সিটি হিসেবে সিলেট নগরকে সাজাতে যা যা করার দরকার তার সবকিছুই করবে সিটি কর্পোরেশন। প্রয়োজনে জীবন বাজি রেখে নগরবাসীকে দেয়া ওয়াদা পূর্ণ করবেন তিনি।

মেয়র বলেন, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তিনি বলেন, এ কাজে নগরের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার প্রয়োজন।

এর আগে রোববার বেলা ১২টায় নগর ভবন থেকে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপূল সংখ্যক পুলিশ ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে অভিযানে নামেন মেয়র আরিফুল হক চৌধুরী।

অভিযানে এসব এলাকার রাস্তার দু’পাশ ও ফুটপাত দখল করে স্থাপনা তৈরী করে ব্যবসা করার অভিযোগে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিপূল পরিমান মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।

অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ইলিয়াছুর রহমান, আব্দুল মুহিত জাবেদ, এসএম সওকত আমীন তৌহিদ, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপূল কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর