হার্ট লাং মেশিন ঢাকা নেওয়ার পায়তারা, বাম প্রগতিশীলদের ক্ষোভ

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

হার্ট লাং মেশিন ঢাকা নেওয়ার পায়তারা, বাম প্রগতিশীলদের ক্ষোভ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা হ্রদরোগ চিকিৎসায় ব্যবহার যোগ্য হার্ট লাং মেশিনটি ঢাকায় ফিরিয়ে দেওয়ায় পায়তারার বিরুদ্ধে তীব্র ক্ষোভ নিন্দ্রা জানিয়েছেন সিলেটের বাম প্রগতিশীল ঘরনার রাজনৈতিক নেতৃবৃন্দ।

তারা বলেন, সাংবিধানিকভাবে নাগরিকদের অন্যতম মৌলিক চাহিদা হিসাবে উন্নত চিকিৎসা সেবা প্রান্তির নিশ্চয়তা দেবে সরকার। কিন্তু স্বাস্থ্য বিভাগের দুর্নীতি অবস্থাপনায় কারণে মানুষ কাঙ্খিত স্বাস্থ্য সেবা প্রান্তি থেকে বঞ্চিত হচ্ছে। গভীর আশংখা ও উদ্ব্যোগের বিষয় যে- ৯০০ রোগীর ধারণ ক্ষমতায় ওসমানী হাসপাতালে ধরে ৩৫০০-৪০০০ প্রতিদিন স্বাস্থ্য চিকিৎসার জন্য ভর্তি হয়ে মেঝেতে শুয়ে মানবেতর অবস্থায় অনেকেই চিকিৎসার প্রান্তির পরে স্বাস্থ্য বিভাগে এর কোন সমাধানে উদ্যোগী এবং আন্তরিক না হওয়ার স্বাস্থ্য সেবার নামে প্রাইভেট ক্লিনিকগুলো রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে সরকার স্বাস্থ্য বিভাগ ক্রমশই দুর্নীতি ও দুর্ভোগের অভয়ারন্যে পরিণত হয়েছে।

স্বাস্থ্য সেবার নামে অপরিকল্পিত ঐতিহ্যের ধ্বংসের মত অস্থাখাতি সিদ্ধান্ত ও উদ্যোগ না দিয়ে যানজটমুক্ত প্রাকৃতিক পরিবেশগত রোগীবান্ধব এলাকায় একাধিক স্বাস্থ্য সেবা দান কেন্দ্র নির্মান স্বাস্থ্য সেবা পূর্ব শর্ত হতে পারে রোগী বান্ধব পরিবেশে মানুষ উন্নত স্বাস্থ্য সেবা পেতে চাই। সরকারকে সেটা নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ স্বাস্থ্য সেবা খাতে বিদ্যামান অনিয়ম দুর্নীতি প্রতিহত করা সহ অলোচ্য হার্ট লাং মেশিনটি ওসমানী হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল এবং সংশিষ্ট ডাক্তার ক্ষেত্রে পর্যাপ্ত জনবল নিয়োগপূর্বক মেশিনটি সক্রিয় করার জোর তাগিদ ও দাবী জানান।

বিবৃতিদারা হলেন- গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি জননেতা ব্যারিষ্টার মো: আরশ আলী, বাংলাদেশ জাসদ সিলেট জেলা, সভাপতি আলহাজ্ব কলমদর আলী ও সাধারণ সম্পাদক জানব জাকির আহমদ, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া ও জুনেদুর রহমান, জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক কিবরিয়া সাম্যবাদী দলে কেন্দ্রিয় পলিট ব্যুরো সদস্য কমবেড ধীরেন সিংহ ও জেলা ভারপ্রাপ্ত সম্পাদক কমবেড আফরোজ আলী, ওয়াকার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমবেড আবুল হোসেন ও সাধারণ সম্পাদক কমবেড সিকন্দর আলী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা সভাপতি কমবেড হাবিবুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ মাকর্সবাদী জেলা সমন্বয়ক কমবেড উজ্জল রায়, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক জনাব এম এ মতিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা সমন্বয়ক সৈয়দ জাফর ও জেলা কমিটির সদস্য কমবেড এড.জ্যোতি পাল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর