ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের রিকাবীবাজারস্থ জেলা পুলিশ লাইনের মূল ফটকের সামনে থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। জানা গেছে, তারা পীর সেজে গ্রাম থেকে আসা লোকজনের কাছ থেকে টাকা স্বর্ণালঙ্কার লুট করার কজে লিপ্ত ছিল।
সোমবার (১৭ জুন) দুপুর দুইটার দিকে তাদেরকে আটক করে কতোয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ১। মোঃ আহাদ (৩২) পিতা- মৃত তৈমুছ আলী, গ্রাম-বাগলপুর নারায়নছড়া, থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার ২। মোঃ ওমর ফারুক (৩৬) পিতা- মৃত ইউসুফ আলী, গ্রাম-মাঝাইর থানা- বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ ৩। শামীম মিয়া (৩০) পিতা- মোঃ জালাল উদ্দিন, গ্রাম- মাঝাইর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, ৪। মোঃ ইসমাইল প্রকাশ আকবর (২৯) পিতা- মৃত আব্দুল কালাম, গ্রাম-পলাশগ্রাম, থানা- সদর, জেলা-সুনামগঞ্জ ও ৫। মোঃ সুলতান (৩০) পিতা- মৃত আব্দুর রশিদ, গ্রাম- বিরুনহাটা, থানা- গৌরিপুর, জেলা-ময়মনসিংহ।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech