ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
সোমবার (২৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার বদিকোনা এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১ টার দিকে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। এসময় লাশের পাশে অনেক কাপড় চোপড় ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার এসআই সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছি এবং নিহত মহিলার আশপাশে অনেক কাপড়-চোপড় ছড়ানো অবস্থায় দেখতে পাই। নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। লাশ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech