দক্ষিণ সুরমায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

দক্ষিণ সুরমায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

নিজস্ব প্রতিবেদন
সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার কাকুয়া দিঘিরপাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সাঈদ মিয়া (২৩) ও কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন ভুট্টো মিয়ার কলোনীর মনি লাল মজুমদারের ছেলে ঝুটন মজুমদার (২৮)।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই মাহাবুর আলম মন্ডল, এসআই শাওন মাহমুদ অপু, এএসআই আজদু মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত বিশেষ টিম উপজেলার বদিকোনা এলাকায় অভিযানে নামেন। এসময় বদিকোনার গ্রামে এলপি গ্যাস লিমিটেডের সামনে অবস্থান নিয়ে সন্দেহজনক গাড়ীগুলোতে তল্লাশী শুরু করেন। এক পর্যায়ে ঢাকা মেট্রো ন ১৫-৫৩৫৪ নম্বরের সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশী করে ভিতরে ভারতের রাজস্থানের তৈরী কাভেরী মেহেদি কোন নামের ১৪ বস্তায় থাকা মোট ৪০হাজার ৩২০ প্যাকেট ভারতীয় মেহেদী পেয়ে জব্দ করা হয়। যার অনুমান মূল্য ২৩ লক্ষ ১২ হাজার ৮০০ টাকা। তবে, পণ্যগুলো দেশে আনার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তাৎক্ষণিক কোনো কাগজপত্র দেখাতে না পরায় তা জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মালামালগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। এগুলো ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি পাচার করা হবে বলে জিজ্ঞাসাবাদে চোরাকারবারীরা জানিয়েছে।

পরে, এসআই সারোয়ার হোসেন বাদী হয়ে চোরাকারবারীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৯(২৫-০৬-২০১৯) রুজু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর