ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২১৫৯) চট্ট এর অর্ন্তগত দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা উপ-কমিটির নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে দক্ষিণ সুরমার কদমতলীস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন নির্বাচিতরা।
শপথ বাক্য পাঠ করান সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির আলী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, সিলেট জেলা ও সড়ক পরিবহন ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক সামাদ রহমান, নির্বাহী সদস্য শরীফ আহমদ, শ্রমিক নেতা আব্দুল মালিক, ফয়জুল মিয়াসহ সকল শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ করেন সংগঠনের নব নির্বাচিত কমিটির সভাপতি কাওছার আহমদ, সহ-সভাপতি মো. জুমায়েল ইসলাম জুমেল, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সম্পাদক মো.ফলিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শরিফ আহমদ, কোষাধ্যক্ষ মো. কুতুব আলী, ১নং সদস্য শাকিল আহমদ, ২ নং সদস্য জমির আলী, ৩ নং সদস্য কুঠি মিয়া।
নতুন কমিটির শপথ গ্রহণ শেষে কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহফুজুর রহমান দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ গত ৬ জুলাই শনিবার দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা ট্রাক, পিকাপ, কাভার্ডভ্যান শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech