জ্ঞান সব থেকে বড় সম্পদ, জ্ঞানই শক্তি : মাহমুদ-উস-সামাদ 

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

জ্ঞান সব থেকে বড় সম্পদ, জ্ঞানই শক্তি :  মাহমুদ-উস-সামাদ 

ডেস্ক প্রতিবেদন:::
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, জ্ঞানই সব থেকে বড় সম্পদ। বর্তমান সরকার সেই জ্ঞানার্জনেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। সবার উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। জাতির পিতার সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে, দেশকে ভালভাবে গড়ে তুলতে হবে। সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছেন। পয়সার অভাবে উচ্চশিক্ষায় আগ্রহীদের লেখাপড়া যাতে বন্ধ না হয়, সেজন্য সরকারের এই উদ্যোগ। লেখাপড়া সব থেকে বড় সম্পদ। এর থেকে বড়ো সম্পদ আর কিছুই নেই। জ্ঞান অর্জন করতে পারলে সেই জ্ঞানই হয় শক্তি। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠতে হবে। স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। কেননা শহিদদের রক্তের ঋণ কোনদিনই আমাদের শোধ করা সম্ভব নয়। তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষৎ পথচলাকে মসৃণ করে তুলতে হবে। আর শহিদ এবং দেশের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানালে, নিজেরাই সম্মানিত হবে।
তিনি শনিবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়ন পরিষদে শহীদ মিনার উদ্বোধন ও বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিক ছাতা প্রদান এবং বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা ৫নং সিলাম ইউপির চেয়ারম্যান ও সিলাম পদ্মলোচন বহুমূখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইকরাম হোসেন বখত এর সভাপতিত্বে ও ইউপি মেম্বার কামাল উদ্দিন ও মো. সুলতান আহমদ’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, নুরজাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রি কলেজের অধক্ষ্য নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, এসএমপি’র মোগলাবাজার থানার ওসি মো. আখতার হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, সিলাম পিএল বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দিলীপ লাল রায় ও ইউপি সদস্য এবং সিলাম ইউপি যুবলীগের সভাপতি কয়েস আহমদ।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী ফরিদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. আলাউদ্দিন তুলা, মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি রুহেল খন্দকার, ৫ নং সিলাম ইউপি সদস্য মো.আব্দুল হান্নান, মো.কয়েছ আহমদ, মো.আলী ইমাম, মো.মাসুকুর রহমান, মো. নোমানুল ইসলাম সাজু , মো.আব্দুল আলী, মো.ছাদিক মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: শিউলি আক্তার, মোছা: হালিমা বেগম,দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা শাহিনুল কবির, তুহিন চৌধুরী, শ্রমিকলীগ নেতা সেলিম আহমদ, সিলাম ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক নিজামুল কবির ,যুবলীগ নেতা শাহজাহান আহমদ, শিক্ষানবিশ আইনজীবী আল মাছুম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের অর্থ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ওমর ফারুক ফরহাদ, জেলা তাতীলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মো. ওলিদুর রহমান, যুবলীগ নেতা মামুন আহমদ, সিলাম ইউপি যুবলীগের সহ সভাপতি নুরমান আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ মামুন, তেতলি ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সিলাম ইউনিয়ন ছাত্রলীগের হামজা, ইফতি হাসান, আব্দুস সামাদ, নাজমুল হাসান, হোসাইন আল নয়ন, আব্বাস উদ্দিন, তাজুল ইসলাম, মেহেদী আহমদ, মারজান আহমদ, রানা আহমদ, রাজু আহমদ সহ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর