ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসায় সিতাব-সুরাইয়া স্মৃতি শিক্ষা বৃত্তি বিতরণ শনিবার অনুষ্ঠিত হয় ।
তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল ফাত্তাহ্ শামীম এর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক আক্কাছ আলী ও আতাউর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোস্তফা আহমদ রুহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিতাব-সুরাইয়া স্মৃতি শিক্ষা বৃত্তির পৃষ্ঠপোষক ডা. সাইফুল আলম মালেক, মাদরাসার গভর্নিং বডির সভাপতি খিজির খান, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ।
বক্তব্য রাখেন মাদরাসার বাংলা প্রভাষক আলী আকবর চৌধুরী, সিনিয়র শিক্ষক আনিসুজ্জামান, সহ. মৌলানা ফখরুল ইসলাম ।
সিতাব -সুরাইয়া স্মৃতি শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানের শুরুতেই কোরাআন থেকে তেলাওয়াত করেন আলিম ২য় বর্ষের ছাত্রী হালিমা বেগম, ইসলামী সংগীত পরিবেশন করেন আলিম ১ম বর্ষের ছাত্রী রিমা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহ-সুপার মাওলানা নুর আহমদ এবং বৃত্তি বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। উক্ত অনুষ্ঠানে মাদরাসার মোট ৪৪ জন মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মধ্যে ৪০হাজার ৬শত টাকা বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech