তুহিন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ২৭নং ওয়ার্ডবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

তুহিন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ২৭নং ওয়ার্ডবাসীর মানববন্ধন

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কম্পিউটার বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন তুহিন এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ২৮ জুলাই রোববার সকালে নগরীর আলমপুরে ২৭নং ওয়ার্ডবাসী উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সভাপতিত্বে ও যুবকর্মী শিমুল আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক ছয়েফ খান, লালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ইকবাল হোসেন মিঠু, সাবেক মেম্বার আব্দুস শহীদ, ব্যবসায়ী আব্দুল কাদির রেজন, কয়েছ আহমদ, ফরিদ আহমদ, ইসমাইল হোসেন, আব্দুল মুকিত চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মাজেদ আহমদ, ফ্রান্স প্রবাসী মোস্তাক আহমদ, নিহত তানভীর সহপাঠী এজাজুল হক। উপস্থিত ছিলেন জুবের আহমদ, জুয়েল আহমদ, রুবেল মিয়া, শহীদুল ইসলাম, এমদাদ মিয়া, তানভীর, শাকিল, রিপন, বাপ্পী, মনসুর, মবিন চৌধুরী, তুহিন আহমদ, সোয়েব আহমদ, হোসাইন আহমদ, সজিব মিয়া, তারেক, আব্দুস সামাদ, সেলিম আহমদ প্রমুখ। মানববন্ধনে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ ও ২৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী তানভীর এর হত্যার সাথে জড়িতরা ২৭নং ওয়ার্ডের শিল্পনগরী এলাকাতে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা চাঁদাবাজী সহ রাতে দিয়ে গাড়ী থেকে টাকা আদায়, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী প্রশিক্ষণার্থীদের হয়রানী করে এবং কৌশলে তাদের কাছ থেকে টাকা আদায় করে। তাদের অত্যাচার অত্র এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। তাদের কাছে জিম্মি হয়ে পড়ে ২৭নং ওয়ার্ডবাসী। এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন বক্তাগণ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর