দক্ষিণ সুরমার তেতলি এলাকায় পিকআপ উল্টে চালক ও সহকারীর মৃত্যু

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

দক্ষিণ সুরমার তেতলি এলাকায় পিকআপ উল্টে চালক ও সহকারীর মৃত্যু

বিজয়ের কন্ঠ ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপভ্যান উল্টে চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে তেতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনছব উল্লাহর ছেলে ছামির উদ্দিন (৩০) ও জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের প্রবোধ সূত্রধরের ছেলে মিঠু সূত্রধর (২৩)। তারা ওই পিকআপ ভ্যানের চালক ও সহকারী বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পিকআপের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারা রাত পিকআপ দিয়ে মালামাল পরিবহন করেন ছামির ও মিঠু। ভোরে তেতলি এলাকায় পিকআপভ্যান উল্টে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে ফায়ার ব্রিগেডের একটি দল গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর