ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদন ::::
উচ্চ আদালতের অনুমতি থাকা সত্ত্বেও দক্ষিণ সুরমায় ইজিবাইক (টমটম) চালাতে বাধা দিচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বুধবার এক মানবববন্ধনে এমন অভিযোগ করেন টমটম চালকরা। বুধবার সকালে দক্ষিণ সুরমার মার্কাজ পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনকারীরা জানান, সিসিকের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের কয়েকজন টমটম চালকের একটি রিট আবেদনের প্রেক্ষিতে দক্ষিণ সুরমা এলাকায় টমটম চালানোর অনুমতি প্রদান করে উচ্চ আদালত। কিন্তু সম্প্রতি সিটি করপোরেশন ও মহানগর পুলিশ আদালতের আদেশ অমান্য করে টমটম চালাতে বাধা দিচ্ছে।
টমটম চালক জামান উদ্দিনের পরিচালনায় ও রমজান মিয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, উচ্চ আদালতের আদেশ থাকা সত্ত্বেও গত ৯ জুলাই থেকে সিটি মেয়র টমটম চালাতে বাধা দিচ্ছেন। তাঁর নির্দেশে পেয়ে ট্রাফিক পুলিশ টমটম দক্ষিণ সুরমায় টমটম চালাতে দিচ্ছে না।
মানববন্ধনে বক্তারা বলেন, রুটি রোজগারের একমাত্র অবলম্ব টমটম বন্ধ থাকায় আমরা অসহায় হয়ে পরেছি। ২৫ দিন যাবৎ আমাদের গাড়ী বন্ধ থাকায় অর্ধাহারে, অনাহার কয়েকশত মানুষের দিন কাটছে।
অথচ, গত কয়েকদিন থেকে রাসেল নামের এক যুবকের মাধ্যমে দক্ষিণ সুরমার তিনটি ওয়ার্ডে টমটম চলাচল করলেও রহস্যজনক কারনে তাদের গাড়ি আটক করা হচ্ছে না। হাইকোর্টের প্রতি সম্মান জানিয়ে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করি। অবৈধ চলাচলকারী টমটম বন্ধ রাখা ও আমাদের টমটম চলাচলের অনুমতি না দিলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়ার ককথা জানান তাঁরা। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech