চ্যানেল আই গানের রাজা অনুষ্ঠানের সিলেট বিভাগের অডিশন কাল

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

চ্যানেল আই গানের রাজা অনুষ্ঠানের সিলেট বিভাগের অডিশন কাল

এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস এর সিলেট বিভাগের প্রাথমিক অডিশন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগ থেকে যে সকল প্রতিযোগিরা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সকাল ৯টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করতে পারোনি তারা অডিশনের দিন রেজিস্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবে, ৬ বছর থেকে ১৩ বছর পর্যন্ত।

চ্যানেল আই গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস, এসিআই এক্সট্রা ফান কেক অনুষ্ঠানটি আগামী ৩ ডিসেম্বর থেকে প্রতি সোমবার ও শুক্রবার রাত ৭.৫০টায় শুধুমাত্র চ্যানেল আই’তে প্রচারিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর