জগন্নাথপুরে মাত্র আধা কিলোমিটার সড়কের বেহাল দশায় জন ভোগান্তি চরমে

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

জগন্নাথপুরে মাত্র আধা কিলোমিটার সড়কের বেহাল দশায় জন ভোগান্তি চরমে

জগন্নাথপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাত্র আধা কিলোমিটার সড়কের বেহাল দশায় জন ভোগান্তি চরমে পৌছেছে। সড়কটি মেরামতের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন ভূক্তভোগী জনতা।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের হাবিব নগর থেকে ঘোষগাঁও সেতু পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ভাঙতে ভাঙতে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খাদ হয়ে গেছে। এসব খাদে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরপরও জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এছাড়া ঘোষগাঁও সেতুতে যানবাহন উঠানামা করতে গিয়ে উঁচু-নিচু স্থানটি মরণ ফাদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ সময় নিউ একতা রাইছ মিলের মালিক ছমির উদ্দিন সুমন বলেন, এখানে আমাদের বেশ কয়েকটি মিল রয়েছে। সড়কের করুণ দশার কারণে ধান-চাল আমদানী-রপ্তানী করা মুশকিল হয়ে পড়েছে। তাই জনস্বার্থে দ্রুত সড়কটি মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি। সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে অনেকে বলেন, এ সড়কে গাড়ি চালানো সম্ভব নয়। এরপরও জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি গাড়ি চালাতে হচ্ছে। পথচারী জনতা বলেন, সড়কের এমন অবস্থা নিজ চোখে না দেখলে কেউ বিশ^াস করতে পারবেন না। আমরা চাই সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ এসে সড়কটি দেখে যান। পরে তাঁদের ইচ্ছা হলে কাজ করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, আশা করছি আগামী ১৫ দিনের মধ্যেই এ সড়কে কাজ শুরু হয়ে যাবে। এ জন্য তিনি আরো কিছু দিন ধর্য্য ধরার জন্য জনগণের প্রতি আহবান জানান। #

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর