ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকের ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সুজন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে হায়দরপুর বাজারে ঘটনাটি ঘটে। এঘটনায় বৃহস্পতিবার (১২-সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, হায়দরপুর গ্রামের মোঃ আম্বর আলী ছেলে হায়দরপুর বাজারের ব্যবসায়ী মোঃ সুজন মিয়া (৩২) বুধবার দিবাগত রাত ১০টার দিকে বাজারের পূর্ব পার্শ্বে রাস্তার উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় একই গ্রামের ফবিউল মিয়া (১৮) ও ফেরদৌস মিয়া অতর্কিত হামলা চালিয়ে হাতে থাকা টর্চলাইট দিয়ে সুজন মিয়া (৩২) কে গুরুতর আহত করে পালিয়ে যায়।
সুজনের আর্তচিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মারা যান।
এঘটনায় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব অভিযান চালিয়ে ফেরদৌস(১৮), পিতা- লিলু মিয়া, ফবিউল প্রকাশ ফইবুল (১৮), পিতা- আম্বর আলীকে আটক করেন।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নির্মল চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech