দক্ষিন সুরমায় গাঁজাসহ মায়ারুন আটক

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

দক্ষিন সুরমায় গাঁজাসহ মায়ারুন আটক

নিজস্ব প্রতিবেদন :::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলায় অভিযান চালিয়ে এক মাদক সম্্রাজ্ঞীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ । শনিবার সকাল ১০ টার সময় সিলেট মেট্রো ডিবি পুলিশের অভিযানে ভার্তখলার শফিক মিয়ার কলোনীর জুবেলের বসতঘর থেকে দুই কেজি গাঁজাসহ মায়ারুন বেগম (৫৭) নামের ওই মাদক স¤্রাজ্ঞীকে আটক করে।আটক মায়ারুন বেগম ওই এলাকার মৃত মাসুক মিয়ার স্ত্রী ।
পুলিশ জানিয়েছে ,তার বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা রয়েছে । মামলাটি আদালতে বিচারাধীন ।
এ ঘটনায় ডিবি’র এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে শনিবার তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দাখিল করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর