ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের ওলিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে সন্ধ্যায় ওলিপুর এলাকার স্কয়ার কোম্পানীর সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল মিয়া মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে। সে ওই এলাকার স্টার সিরামিক্স কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করতো।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান- সন্ধ্যায় নিহত রুবেল মিয়া ব্যক্তিগত কাজে স্কয়ার কোম্পানীতে যান। মোটরসাইকেল নিয়ে কোম্পানীর ভেতর থেকে ভের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে রাত ৮টার দিকে রুবেল মিয়া মারা যান। অপর আহত এখনও সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech