ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ও মাগুরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিবের (উপসচিব) দায়িত্ব চালিয়ে আসা মো. কামরুল হাসানকে হবিগঞ্জ ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব আশরাফুল আলমকে মাগুরার ডিসি নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন।
.
অপর আদেশে হবিগঞ্জের ডিসি মাহমুদুল কবির মুরাদকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক এবং মাগুরার ডিসি মো. আলী আকবরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech