ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
মাধবপুর সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে শীত মৌসুমকে সামনে রেখে চুরি , ছিনতাই রোধে ও চলাচল নিরাপদ করতে দু’পাশের জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে পুলিশ। হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহের নির্দেশে মাধবপুর থানা পুলিশ জঙ্গল পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার সকালে শতাধিক শ্রমিক ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় মহাসরকের দু’পাশের ঘন জঙ্গল পরিষ্কার করেন।
.
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , রাতের বেলায় সড়কের পাশে গভীর জঙ্গলে লুকিয়ে থাকা অপরাধিরা সড়কে চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ করে ও বিশেষ কায়দায় শীত মৌসুমে অপরাধ সংঘটিত করে থাকে। এ থেকে পরিত্রান পেতে ৪ / ৫ কিলোমিটার সড়কের জঙ্গল পরিষ্কার করা হয়েছে।
.
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কেএম আজমিরুজ্জামান জানান , ‘সড়কটিতে রাতের অপরাধ কমাতে পুলিশ সুপারের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে শীত মৌসুমে সরক নিরাপদ থাকে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech