নবীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশু, নারী, বৃদ্ধসহ আহত ৪০

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৯

নবীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশু, নারী, বৃদ্ধসহ আহত ৪০

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থেকে মার্কুলীগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পার্শ্ববর্তী নিচু জমিতে পড়ে অন্তত প্রায় ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে । এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্খাজনক। শুক্রবার নবীগঞ্জ টু মার্কুলী রোডে একটি মিনিবাস গাড়ী ভর্তি যাত্রী নিয়ে ছেরে মার্কুলীর উদ্দ্যেশ্যে রওয়ানা হলে একটি সিএজি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি নীচে পড়ে যায়। এতে গাড়ির ছাদে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। তাদেরকে স্থানীয় কাজীগঞ্জ বাজারে এবং নবীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা এবং গুরুতর আহতদের হবিগঞ্জ এবং সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,আহতদের মধ্যে অধিকাংশ নারী এবং বৃদ্ধ ছিল।

.
স্থানীয় বাস কাউন্টার থেকে জানা যায়, দুর্ঘটনার সময় গাড়ীটির সামনের একটি চাকা বিকল হলে ড্রাইভারের হাত থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে বাসের ড্রাইভার অক্ষত অবস্থায় আছেন।যাত্রী এবং প্রত্যক্ষকারীরা জানান,১ নভেম্বর থেকে ফিটনেসবহিীন গাড়ী,লাইসেন্সবিহীন অদক্ষ চালক এবং যত্রতত্র গাড়ী পার্কিং এর বিরোদ্ধে বাংলাদেশ সরকার নতুন আইন করলেও অদক্ষ সি,এন,জি ড্রাইভাররা রাস্তার মধ্যে যত্রতত্র পার্কিং করে দুর্ঘটনার কারন হয়ে দাড়ায়।প্রশাসনের কাছে যাত্রীদের একটাই দাবি ফিটনেসবিহী গাড়ী, রাইসেন্সবিহীন অদক্ষ চালকদের বিরোদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।

সর্বশেষ ২৪ খবর