ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে পুলিশি বাঁধার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালণ করেছে জেলা বিএনপি। শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।
.
বক্তব্য রাখেন- সহ-সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, জেলা যুবদল সভাপতি জাকির হোসের উজ্জল, সাধারণ সম্পাদক এমএ মুহিত, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ অন্যান্যরা।
.
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মতিন বকস, মুজিবুর রহমান মজনু, জেলা জাসাস সভাপতি মারুফ আহমদ, সৈয়দ ফয়ছল আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে মিছিল বের হয়। এতে বাঁধা দেয়া পুলিশ। মিছিলটি পৌরসভা থেকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় পয়েন্টে আসলে আবারো পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি সমাপ্ত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech