যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সুনামগঞ্জে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে জেলা যুবলীগ। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, যুবলীগের সদস্য কল্লোল তালুকদার চপল, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য রনজিত চৌধুরী রাজন, সীতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পি, আজাদুল ইসলাম রতন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন দোলন, সদর থানা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর