ট্রেন দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ হবিগঞ্জের ৭ জন নিহত

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

ট্রেন দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ হবিগঞ্জের ৭ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা ও শিশুসহ ৭ যাত্রীর পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে নিহতের পরিবারের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। এর আগে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

.
নিহতরা হলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মোঃ ইউসুফ (৩০), বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের আইয়ূব হোসেনের পুত্র আল-আমিন (৩৫), চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ফটিক মিয়া তালুকদারের পুত্র রুবেল মিয়া তালুকদার (২২), পীরেরগাঁও গ্রামের সুজন মিয়া (২৪) নবীগঞ্জের বনগাঁও গ্রামের হারুন মিয়ার পুত্র নজরুল ইসলাম (২৬) ও বানিয়াচং উপজেলার টাম্মুলিটুলা মহল্লার সোহেল মিয়ার শিশু মেয়ে আবিদা খাতুন (২) ও চুনারুঘাট উপজেলার আমরোড এলাকার আব্দুস সালামের স্ত্রী পিয়ারা বেগম (৬২)। তারা সবাই উদয়ন ট্রেনের যাত্রী ছিলেন।

.
নিহতদের বাড়িতে খোজ নিয়ে জানা যায়, আত্বীয়-স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠছে। নিহত রুবেল একটি কোম্পানীতে চাকুরি করতো। পারিবারিক কাজে উদয়ন ট্রেনে করে চট্টগ্রাম যাচ্ছিল। নিহত সুজন লেখাপড়া করতো। তার খালার সাথে বেড়ানোর জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মোঃ ইউসুছ হবিগঞ্জ শহরের আনোয়ার পুর এলাকার বাসিন্দা। সে লিটন ফ্লাওয়ার কিন্ডার গার্টেনে শিক্ষকতা করতো।

.
মন্দবাগ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন চৌধুরী বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইনে ঢুকছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথাকে আউটারে থাকার সিগনাল দেয়া হয়েছিল। কিন্তু সেই সিগনাল অমান্য করে মূল লাইনে ঢুকে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী জানান, ব্রাহ্মনবাড়িয়ার কসবায় ট্রেন দূর্ঘটনায় নিহত জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মোঃ ইউসূফ নম্রভদ্র, শিক্ষিত, স্মাট ও ত্যাগী নেতা ছিল। তার মৃত্যুতে দলের অপূরনীয় ক্ষতি হয়েছে। সে ১ কন্যা সন্তানের পিতা। যাদের অবহেলার কারনে ট্রেন দূর্ঘটনা হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবী জনান।

সর্বশেষ ২৪ খবর