ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বর দখল করে আছে ভারতের রাজধানী দিল্লি। পাঁচ নম্বরে কলকাতা আর নয়ে মুম্বাই। দূষিত শহরের তালিকার প্রথম দশের তিনটি শহরই ভারতের। দেশটির বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে, যা আগে কখনও দেখা যায়নি।
সংস্থার প্রতিবেদন বলছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক ৫২৭। দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর। কলকাতায় বাতাসের গুণমান সূচক ১৬১। রয়েছে পাঁচ নম্বরে। আর তালিকায় নয় নম্বরে থাকা মুম্বাইয়ে ১৫৩। অর্থাৎ দিল্লি বাদে বাকি দুই শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক।
.
এদিকে গত সপ্তাহে বৃষ্টির কারণে কলকাতায় কিছুটা দূষণ কমলেও, বৃষ্টি কমতেই ফের দূষণের চাদরে ঢাকতে শুরু করেছে। দূষণের পরিমাণ সবচেয়ে বেশি হাওড়ার ঘুসুড়ি।
দূষণ নিয়ন্ত্রণ পরিষদের এক বিশেষজ্ঞ বলেন, ‘’দূষণের নিরিখে পুরো পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। এতেই বোঝা যায়, বিপদ এখানেও রয়েছে। তাই সবাইকে এখনই সতর্ক হতে হবে।’
.
দূষণের তালিকায় পাকিস্তানের লাহোর আছে দ্বিতীয় স্থানে। বাতাসের গুণমান সূচক ২৩৪। তার মানে লাহোরের চেয়ে দিল্লি দ্বিগুণ দূষিত। এই তালিকার চতুর্থ স্থানে আছে পাকিস্তানের রাজধানী করাচি, বাতাসের গুণমান সূচক ১৮০। তৃতীয় স্থানে আছে উজবেকিস্তানের তাসকেন্ত, বাতাসের গুণমান সূচক ১৮৫।
ষষ্ঠ স্থানে আছে চীনের চেংডু। বাতাসের গুণমান সূচক ১৫৮। ভিয়েতনামের হ্যাননেরও ১৫৮। অষ্টম স্থানে চীনের আরেকটি শহর গানঝু, বাতাসের গুণমান সূচক ১৫৭।
দশে আছে নেপালের কাঠমাণ্ডু। বাতাসের গুণমান সূচক ১৫২।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech