ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন : সিলেট বিভাগের হবিগঞ্জে সড়ক ও জনপথের (সওজ)দুটি প্রকল্পের ১৩৭ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এর মধ্যে সরাইল-নাসিরনগর-ফান্ডাউক থেকে হবিঞ্জ জেলাসদর পর্যন্ত সড়ক মেরামতের কাজে ৮০টাকা এবং বানিয়াচং-হবিগঞ্জ সড়কের দুটি ব্রীজ নির্মানে ৩৭ কোটি টাকা ব্যয় ধরে এ কাজ শুরু হয়েছে। হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সজীব আহমদ জানান, সরাইল-নাসিরনগর-হবিগঞ্জ সড়কের কাজ আগামী বছরের ফেব্রুয়ারীতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আর ব্রিজ দুটির কাজ আগামী বছরের জুন মাসে সম্পন্ন হবে বলে জানান তিনি।
হবিগঞ্জ-সরাইল ফান্ডাউক সড়কটি আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিত। এই সড়কের কাজ শেষ হলে যানবাহন ও পথচারীদের চলাচলে সুবিধা হবে। দীর্ঘদিন ধরে খানা-খন্দকে ভরপুর থাকায় সড়কটির উপর দিয়ে যানচলাচলে মারাত্মক বিঘœ ঘটছিল। ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
বানিয়য়াচং-হবিগঞ্জ সড়কের দুটি ব্রিজ ভঙ্গা অবস্থায় থাকায় জীবনের ঝুকি নিয়ে যান চলাচল করে আসছিল। এদুটি প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ায় হবিগঞ্জবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
জনৈক পথচারী এ প্রতিবেদককে জানান, দেশের যোগাযোগ ব্যবস্থার অভুতপূর্ব উন্নয়ন হলেও পিছিয়ে ছিল হবিগঞ্জ। হবিগঞ্জ-সরাইল ফান্ডাউক সড়কটির অবস্থা এতো গুরুতর ছিল যে, অনেক রোগী ও প্রসুতিকে রাস্তায়ই প্রাণ দিতে হয়েছে। বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ব্রীজদুচি মন্দাতা আমলের হওয়ায় যান চলাচলে অনেক দূর্ঘটনা ঘটে। তাই এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়ক ও ব্রিজ দুটির মেরামত ও নির্মানের দাবি জানিয়ে আসছিল। অবশেষে এদুটির কাজ শুরু হওয়ায় হবিগঞ্জবাসীর গায়ে উন্নয়নের ছোঁয়া লাগছে বলে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech