ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙে হাতুরী দিয়ে পিটিয়ে ভাবী ও তার ২ বছরের শিশু পুত্রকে রক্তাক্ত করেছে দেবর।
গুরুতর আহত রোকশেদা (৩০) ও তার পুত্র ইয়াছিনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা সদর আমিরখানী গ্রামে।
জানা যায়, ওই গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী রোশেদাকে তার দেবর ফয়েজ মিয়া তুচ্ছ ঘটনা নিয়ে হাতুরী দিয়ে বেধরক পিটুনি দেয়।
এসময় তার মুখ রক্তাক্ত জখম হয়।
এছাড়া তাঁর কোলে থাকা শিশু পত্র ইয়াছিনের মুখে আঘাত করে রক্তাক্ত জখম করে পাষন্ড চাচা ফয়েজ। পরে প্রতিবেশীরা মা ও পুত্রকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে ভর্তি করান।
আহত রোকশেদা জানান, তার দেবর ফয়েজ প্রায় সময়ই তাকে কোন কারন ছড়াই মারধর করে। ঘটনার সময় আমি তাকে পানি এনে দিতে দেরী করলে সে আমার উপর চড়াও হয়।
এক পর্যায়ে আমি ও আমার ২ বছরের কোমলমতি অবুঝ শিশুটিকে হাতুরী পিটুনী দিয়ে রক্তাক্ত করে সে।
বানিয়াচং খানার ওসি (তদন্ত) প্রজীত কুমার জানান ঘটনাটি শুনেছি। চিকিৎসা নিয়ে থানায় এসে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech