হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডেস্ক প্রতিবেদন :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে লিনম মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার কলিমনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া উপজেলার কাছিশাইল গ্রামের কুটি মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন- সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে ৫ জন লোক কাজের জন্য হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে কলিমপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাতে থাকা ৬ জন আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

সর্বশেষ ২৪ খবর