হবিগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

হবিগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৩

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে ভোররাতে তাদেরকে লাখাই উপজেলার পূর্ব বুল্লা শাহ বায়োজীদ (রহঃ) এর মাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
.
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার মজলিশপুর গ্রামের শাহ আলম, তার ভাই মো. জুয়েল মিয়া এবং দরিয়াপুর গ্রামের জালাল মিয়া।
.
অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোররাতে লাখাই উপজেলার পূর্ব বুল্লা শাহ বায়োজীদ (রহঃ) এর মাজার সংলগ্ন খালপাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়। তাদের নিকট থেকে ধারালো দা, লোহার রড, পাইপ, ছোরা, হাতুরীসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ডাকাত দলের সহযোগী আসামিদের গ্রেফতার করতে অভিযান চলমান আছে। এ বিষয়ে লাখাই থানায় একটি নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা করা হয়েছে।

সর্বশেষ ২৪ খবর