আজকের এই দিনে

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

আজকের এই দিনে

ডেস্ক প্রতিবেদন : আজ ৩০ ডিসেম্বর, ২০১৯, সোমবার। ১৫ পৌষ, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৪ তম (অধিবর্ষে ৩৬৫ তম) দিন। ২০০৬ সালের এই দিনে ইরাকের সাবেক একনায়ক সাদ্দামকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ফাঁসি দেয়া হয়।

ঘটনাবলি:

১৭৩০ – জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।

১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।

১৮০৩ – গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯০০ – অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।

১৯০৬ – ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়।

১৯২২ – বলশেভিক বিপ্লবের ঢেউয়ে জার সাম্রাজ্য বিধ্বস্ত হয় এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯২৫ – কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৪৭ – দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।

১৯৫৯ – চীনের প্রথম ব্যাল্লে দল; পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ – স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন।

১৯৯২ – বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত।

১৯৯৭ – চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।

২০০৬ – ইরাকের সাবেক একনায়ক সাদ্দামকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ফাঁসি দেয়া হয়।

জন্ম:

১৮৬৫ – নোবেলজয়ী ইংরেজ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয় জন্মগ্রহন করেন।

১৯৪৬ – জার্মান জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও ম্যানেজার বের্টি ফোক্টস জন্মগ্রহন করেন।

১৯৫০ – ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ জন্মগ্রহন করেন।

১৯৭৫ – আমেরিকার গল্ফ খেলোয়ার টাইগার উড জন্মগ্রহন করেন।

মৃত্যু:

১৯৪৪ – ফরাসী ঔপন্যাসিক ও বিশ্বশানত্মি আন্দোলনের অন্যতম পুরোধা রমা রোলাঁর মৃত্যু হয়।

১৯৫৩ – কবি শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়।

১৯৫৯ – পল্লীগীতি শিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদ ইন্তেকাল করেন।

১৯৬৮ – জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লীর মৃত্যু হয়।

১৯৭৯ – বি অজিত কুমার দত্তের মৃত্যু হয়।

২০১১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খান মৃত্যুবরণ করেন।

দিবস:

স্লোভাকিয়ার স্বাধীনতা ঘোষণা দিবস ,

রিজাল ডে (ফিলিপাইন), খাঞ্জা উৎসবের পঞ্চম দিন(আমেরিকা)

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর