ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে মারা গেছে ৩০টি ভেড়া। শনিবার রাতে রৌয়াইল গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ৮ টার দিকে রৌয়াইল গ্রামের কৃষক ওয়াতির আলীর গোয়াল ঘরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্ঠা চালান। প্রায় দুই ঘন্টাব্যাপি প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রন আসে। ততক্ষনে গোয়ালঘরে থাকা ৩০টি ভেড়া ও গোয়ালঘরসহ পাশের খড়েরঘর সর্ম্পূন পুড়ে যায়। আগুনে তিনটি গরু পুড়ে গেছে।
স্থানীয় ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নাজমুল হোসেন জানান, দরিদ্র কৃষক কৃষি কাজের পাশাপাশি একজন ভেড়া পালনকারী। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক পরিবার দাবি করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech