ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর হতে : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের করইগড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুগান্তর স্বজন এর অর্থায়নে অধিকার বঞ্চিত হতদরিদ্র ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মশালা অনুষ্টিত হয়।
আজ ৯ ফেব্রুয়ারী রবিবার বিকাল সাড়ে ৩ সময় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।
শীত বস্ত্র বিতরণের আগে হত দরিদ্র অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংক্ষীপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার হাবিব সারোয়ার আজাদ। সমাজ সেবক সুনীল বাবু পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, ইউ/পি সদস্য সম্রাট, সংরক্ষিত মহিলা সদস্য সুষমা জলি, করইগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাসেদা বেগম, সাধের কলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ, আদিবাসী কেন্দ্রীয় কমিটির সমাজ সেবা সম্পাদক ইউক ক্লীব বালিয়াঘাট স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও নবাগত লেখিকা শিউলি আক্তার, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, দৈনিক আলোকিত পত্রিকার প্রতিনিধি আহম্মদ কবির দৈনিক বিজয়ের কন্ঠের প্রতিনিধি শামছুল আলম আখঞ্জী, বর্তমান সময় :কম এর প্রতিনিধি আফজাল হোসেন, বিডি :কম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মিজানুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ ।
বক্তারা বলেন, মানব কল্যানে কাজ করতে হলে ব্যক্তির ইচ্ছাই যথেষ্ট । যেমন দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার হাবিব সারোয়ার আজাদ তার প্রমান ।আমরা সাধ্যমত করতে পারি কিন্তু এসব নিয়ে আমরা ভাবছি না, তাই তাদের পাশে থেকে ও অধিকার বঞ্চিত মানুষের কষ্ট অনুভব করতে পারিনি । আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা বদ্ধ হই অসহায় মানুষের পাশে যথাসাধ্য মত সহযোগীতার হাত বাড়াই।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech