ছাতকে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

ছাতকে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সদরুল আমিন,ছাতক থেকে ঃ ছাতকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের উদ্যোগে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। উপজেলার বিভিন্ন কৃষক সমিতির ৩০জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করেন, পল্লী উন্নয়ন বিভাগ সুনামগঞ্জের উপ-পরিচালক আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির। এ উপলক্ষে ছাতক ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তিতুমিরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, সমবায়ী মুক্তিযোদ্ধা আলকাছ আলী, হাজী আব্দুল করিম, মাহবুবুর রহমান, ফরিদ আহমদ, ইমতিয়াজ আলী, সাচ্ছা আবেদীন, সৈয়দ মেহেদী প্রমূখ। এদিকে বিকেলে ৪ দিনব্যাপী অপ্রধান শষ্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান উপজেলা বিআরডিবি হল রুমে অনুিষ্টত হয়। ছাতক ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তিতুমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন বিভাগ সুনামগঞ্জের উপ-পরিচালক আলমগীর হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর