ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
ডেস্ক প্রতিবেদন : ছাতকের সিংচাপইড় ক্রিকেট পরিচালনা কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়াকে স্বাগত জানিয়ে সোমবার সকালে দুটি হাইস গাড়ি যোগে সড়ক পথে আনন্দ ভ্রমণে পর্যটন কেন্দ্র জাফলং যাত্রা করা হয়।
সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা আজাদ আলী ও সিংচাপইড় ক্রিকেট পরিচালনা কমিটির যৌথ অর্থায়নে সকাল ৮টায় সিংচাপইড় মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে শুরু হওয়া আনন্দ ভ্রমণে সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহমানসহ সিংচাপইড় ক্রিকেট পরিচালনা কমিটি ও এলিভেন স্টার ক্রিকেট ক্লাবের ২৮সদস্য অংশ নেন।
দুপুর ১২টায় ভ্রমণস্থলে পৌঁছানোর পর আনন্দ ভ্রমণের মূল আকর্ষণ বিভিন্ন ক্রীড়া ও শিক্ষামূলক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এছাড়া পানিতে সাঁতার কাটা, হই হুল্লোড় ও দলগত ভাবে ঘোরাঘুরির মাধ্যমে আনন্দ ভ্রমণকে উপভোগ করা হয়।
ভ্রমণে সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, বর্তমান সভাপতি মিজানুর রহমান সাইদ, সহ-অর্থ সম্পাদক এমরান আহমদ, সাবেক ক্রিকেটার সাহেদ আহমদ, সিংচাপইড় ক্রিকেট কমিটির সভাপতি মো. খালেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রানা মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু, অর্থ সম্পাদক সাংবাদিক হেলাল আহমদ, ক্রিড়া সম্পাদক সাজুর আহমদ, ক্রিকেটার সাইদুল ইসলামসহ প্রমূখ অংশ নেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech