সুনামগঞ্জে সূর্যমুখী ফুলের বাগান পরিদর্শন করলেন জেলা প্রসাশক

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

সুনামগঞ্জে সূর্যমুখী ফুলের বাগান পরিদর্শন করলেন জেলা প্রসাশক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষক ফজলুল হকের ১৩বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ । এসময় তিনি ভুট্রা চাষও পরিদর্শন করেন। এরপর তিনি ২০১৯-২০অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়িত সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবসে মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি)বিকালে জামালগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিসের
আয়োজনে উপজেলার ফেনারবাক ইউনিয়নের রামপুর গ্রামে মাঠ দিবসে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সফর উদ্দিন,সাংবাদিক ওয়ালী উল্লাহ,তৌহিদ চৌধুরী প্রদীপসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

এ বছর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে হাইব্রিড সূর্যমুখী হাইসাল-৩৩জাতের চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক ফজলুল হক ১৩বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর