ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
ডেস্ক প্রতিবেদন : দেশের প্রখ্যাত আলেম মুফতি আমির হামজার আগমন উপলক্ষে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ ছাতক এলাকার লোকজন অধীর আগ্রহে বসে আছে কোরআনের সুরা, আয়াত নং, হাদীসের পৃষ্ঠাসহ উদাহরণ সহকারে তাঁর তাফসির শুনার জন্য।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ ছাতকের সামাজিক ও ইসলামিক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জের উদ্যোগে ২২তম তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) আলীগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে শুরু হওয়া তাফসিরুল কোরআন মাহফিলে দেশের প্রখ্যাত আলেম ওলামাগণ তাফসির পেশ করবেন। সকাল ১০ ঘটিকায় প্রধান মুফাসসির হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন মাওলানা মুফতি আমির হামজা,কুষ্টিয়া। এ তাফসির মাহফিলে মহিলাদের জন্য পৃথকভাবে পর্দার সহিত বসার সু-ব্যবস্হা রয়েছে। তাফসির মাহফিলের প্রস্তুতি সম্পর্কে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি উবায়দুল হক শাহীন বলেন, আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখানে ২০ হাজার লোকের বসার ব্যবস্থা করেছি আমরা। এবং মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। সকলের সহযোগিতায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমরা মাহফিল সফল ভাবে সম্পন্ন করতে পারব বলে আশা করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech