ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে এক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত তফুর আলম উপজেলার তাড়ল গ্রামের মৃত মৌলভী মিয়ার ছেলে ও চাপতির হাওরের ৩০ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি। পাউবো’র উপ সহকারী প্রকৌশলী রিপন মাহমুদ জানান উপজেলার তাড়ল ইউনিয়নে ৩০ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনকে একাধিকবার উপজেলা নির্বাহী কমকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ সফি উল্লাহ স্যার ত্রুটিগুলো সংস্কার করে দ্রুত বাঁধ নির্মাণের কাজ শেষ করার তাগিদ দিয়েছিলেন। তারপরও কাজে গাফিলতি করায় তাকে আটক করে তিনদিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সফি উল্লাহ বলেন, ওই প্রকল্পের লোকজনকে বারবার তাগিদ দেয়ার পরও তারা ঠিকমতো কাজ করেনি। তাদের কাজে অনেক ত্রুটি রয়েছে। এ কারণে পিআইসি সভাপতিকে তিন দিনের সাজা দেয়া হয়েছে। বাঁধের কাজে যারা অনিয়ম বা অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন দণ্ডপ্রাপ্ত তফুর আলম কে মঙ্গলবার সকালে কারাগারে পাঠনো হবে ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech