বাঁধ নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

বাঁধ নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বৃহৎ মাটিয়ান হাওরের ৬০ নং প্রকল্পের ফসল রক্ষা বাঁধ নির্মাণে চরম গাফিলতি ও পিআইসি সভাপতি আবুল খায়ের এর বিরুদ্ধে স্থানীয় কৃষকদের নানামুখী অভিযোগ। এমন শিরোনামে গত ২৯ ফেব্রুয়ারি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক সহ অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক ভোরের ডাক এর তাহিরপুর প্রতিনিধি ও দৈনিক সুনামকন্ঠ,র স্টাফ রিপোর্টার রাজন চন্দ এর বিরুদ্ধে চাদাঁ দাবির অভিযোগ এনে পিআইসি সভাপতি আবুল খায়ের সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে মিথ্যে ও ভিত্তিহীন একটি অভিযোগ দায়ের করেছে।
সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ও উপজেলায় কর্মরত মুলধারার গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিক রাজন চন্দ জানিয়েছেন, পিআইসি সভাপতি আবুল খায়ের এর বিরুদ্ধে স্থানীয় কৃষকদের নানামুখী অভিযোগ সহ বাধঁ নির্মাণে অনিয়ম ও গাফিলতি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিলাম। সংবাদ প্রকাশের জের ধরে আমার বিরুদ্ধে নাটকীয় একটি অভিযোগ দেয়া হয়েছে যা সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত।
উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী বাঁধ তৈরীর নির্ধারিত শেষ দিন ছিল ২৮ ফেব্রয়ারী। ঐ দিন সরেজমিনে মাটিয়ার হাওরের ৬০ নং প্রকল্পে গিয়ে দেখা যায়, বাঁধ নির্মাণ কাজের শেষ দিনে যেন এ বাঁধটির নির্মাণ কাজ সবে মাত্র শুরু হয়েছে। মাটিয়ান হাওরের বোরো ফসল রক্ষায় এ বাঁধটি খুবই গুরুত্বপুর্ন। এ সময় বাধেঁর পাশে উপস্থিত একাধিক কৃষক জানান, বাঁধ নির্মাণে পিআইসি সভাপতি আবুল খায়ের চরম গাফিলতি শুরু করছেন। তিনি সবসময় সুনামগঞ্জে থাকেন উনাকে এই বাঁধ নির্মানের দায়িত্ব দিলেও তিনি অন্য লোকজন দিয়ে বাঁধের কাজ শুরু করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর