ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৩ মার্চ) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবছর জাতীয় ভোটার দিবসের অঙ্গীকার, ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নিবো”। সকালে উপজেলার পাবলিক লাইব্রেরি থেকে শুরু করে র্যালীটি তাহিরপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি এতে সভাপতিত্ব করেন।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ,সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনোলাল রায়, তাহিরপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম , বাদাঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আহম্মদ প্রমুখ ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech