ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুমাল গ্রামে, রংধনু সামাজিক সংগঠনের সহযোগিতায় দুমাল একতা স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ ।
মঙ্গলবার (৩ই মার্চ )বিকালে তাহিরপুর সদর বনাম দুমাল একতা স্পোটিং ক্লাব এর ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়। ১০দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট খেলা চলবে হাওর পাড়ের স্কুল মাঠে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহীত করতে হবে। না হয় মাদক দ্রব্য মরণ নেশা হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে । তাই মুজিববর্ষকে সামনে রেখে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে ।
এ সময়ে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সুনামগঞ্জ জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব বিজেন ব্যানার্জি, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব এসএম রেজাউল করিম, রংধনু সামাজিক সংগঠনের সভাপতি জনাব মোমেন তালুকদার, খেলোয়ারবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech