তাহিরপুরে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

তাহিরপুরে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

তাহিরপুর প্রতিনিধি ; সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনে উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত । আজ বুধবার( ৪ই মার্চ) সকালে উপজেলার গন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে, প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয় ।

প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধরী বাবুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হুসেন খানঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ার ম্যান খালেদা বেগম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কর তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হুসেন খোকন । এসময় উপস্তিত ছিলেন উপজেলার আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ ।

এসময় বক্তারা বলেন শেখ মুজিবুর রহমান এর শতবার্ষিকী পালন কালে একে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে । সফল ও স্বার্থক করার জন্য হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর